হাসাদাহ প্রতিনিধি: জীবননগর হাসাদাহে আগুনে পাটকাঠির গাদা পুড়ে ভস্মীভূত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে আব্দুল লতিফ বিশ্বাসের বাড়িতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ পনেরসতি পাড়ায় মৃত ফকির বিশ্বাসের ছেলে আব্দুল লতিফ বিশ্বাসের বাড়িতে এ আগ্নিকা-ের ঘটনা ঘটে। বাড়ির মালিক আব্দুল লতিফ বিশ্বাস জানান, আমার বাড়ির পাশেই পাঁচ বিঘা জমির পাটকাঠি গাদা করে রেখেছিলাম। গতকাল শনিবার সকাল ১০টার দিকে হঠাৎ পাটকাঠির গাদায় আগুন লাগে। পরে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। এসময় জীবননগর ফায়ার সার্ভিসে খবর দিলে, ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে পাটকাঠি গাদা পুড়ে ভস্মীভূত হয়ে যায়।