এম আর বাবু সভাপতি মোমিন সম্পাদক নির্বাচিত
জীবননগর ব্যুরো: জীবননগরে প্রমিত বাংলা পরিষদের আত্মপ্রকাশ ঘটেছে। প্রমিত বাংলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। গঠিত কমিটিতে সাংবাদিক এম আর বাবু সভাপতি ও শিক্ষক মোমিনউদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
৫ বছর মেয়াদী এ কমিটিতে সহ-সভাপতি পদে প্রভাষক আবু বকর সিদ্দিক, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মশিউর রহমান আনন্দ, সাংগঠনিক সম্পাদক পদে সাংবাদিক মাজেদুর রহমান লিটন, গবেষণা সম্পাদক পদে প্রভাষক আবুল হোসেন, কোষাধ্যক্ষ পদে শিক্ষক সানোয়ার হোসেন, প্রকাশনা সম্পাদক পদে রকিবুল ইসলাম, অফিস ও প্রচার সম্পাদক পদে আলমগীর কবীর এবং নির্বাহী সদস্য পদে যথাক্রমে আহমুদুল হক তুহিন, খলিলুর রহমান ও সোহরাব হোসেন নির্বাচিত হয়েছেন।