গিয়াস উদ্দীন সেতু: ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের দু’পাশে এক শ্রেণির অসাধু কাঠ ব্যবসায়ী আইনের তোয়াক্কা না করে দির্ঘদিন ধরে মহাসড়কের পাশে যত্রতত্র কাঠ রাখছে। অথচ এ সড়কটি ব্যস্ততম সড়ক। সড়কের ধারে কাঠ রাখার কারণে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে পথচারীদের চলাচল করতে হচ্ছে। স্থানীয়দের মধ্যে শরিফুল জানান, আমরা চেয়ারম্যানকে বলেছি রাস্তার পাশ থেকে কাঠ সরাতে। কিন্তু আজানা কারণে আজ পর্যন্ত কোনো কাজ হয়নি। সরেজমিনে দেখা গেছে বৈডাঙ্গা, সাধুহাটি ১২মাইল, সাধুহাটি তেল পাম্প, সাধুহাটি মোড়, ১২মাইল ব্রিজ এলাকায় রাস্তার কোলঘেষে কাঠ রেখে সমস্যা সৃষ্টি করছে এসব প্রভাবশালী কাঠ ব্যবসায়ীরা।
এদিকে সাধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজীর উদ্দীনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি নিজেও বিষয়টি দেখেছি রাস্তার পাশে কাঠ রাখা হচ্ছে। তাছাড়া এলাকাবাসীও আমাকে বলেছে। তাদের অভিযোগের কারণে আমি কাঠ ব্যবসায়ীদেরকে বলেছি। কিন্তু তারা কেন কাঠ রাখছে এমন ব্যস্ততম মহাসড়কে, আমার মাথায় আসছে না। আমি জেলা প্রশাসক মহোদয়কে বিষয়টি আমলে নিয়ে এ সকল কাঠ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করছি।