মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মেহেরপুর-১ আসনের সাবেক এমপি আলহাজ মো. জয়নাল আবেদীন বারাদী বাজার এলাকায় গণসংযোগ শেষে বারাদী বাজার প্রাঙ্গণে জনসভা করেছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিট আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন বারাদী ইউনিট আওয়ামী লীগের সভাপতি শামীম ফেরদৌস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সাবেক এমপি আলহাজ মো. জয়নাল আবেদীন। সাবেক এমপি জয়নাল আবেদীন তার সময়ের উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে বক্তব্য দেন। এসময় নৌকার পক্ষে থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান রেখে আরও বক্তব্য রাখেন মেহেরপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আক্কাস আলী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পল্টু, বারাদী ইউনিট আওয়ামী লীগের সাবেক সভাপতি নাজিম উদ্দিন, জেলা কৃষক লীগের সভাপতি মাহবুব আলম শান্তি, সহ-সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম-সম্পাদক সাজ্জাদ হোসেন, মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ মিসকিন, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ইয়ানুস আলী, মেহেরপুর শহর যুবলীগের যুগ্ম সম্পাদক শহিদুজ্জামান সুইট, মেহেরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাজিবুর রহমান পিন্টু, ছাত্রলীগ নেতা রাশেদ লতিফ, বারাদী ইউনিট ছাত্রলীগের সভাপতি রিংকু মহাম্মদসহ স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে সাবেক এমপি আলহাজ জয়নাল আবেদীন নেতাকর্মীদের সাথে নিয়ে বারাদী বাজার এলাকায় গণসংযোগ করেন।