কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর উপজেলার দোড়া গ্রামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ লাশের সুরত হাল শেষে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠিয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে গ্রামের তোফাজ্জেলের স্ত্রী রাশেদা খাতুনের লাশ প্রতিবেশীরা বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখে তোফাজ্জেলের বাড়িতে সংবাদ দেয়। লোকজন পুকুর থেকে রাশেদার লাশ তুলে বাড়িতে নিয়ে আসে। এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরত হাল তৈরি করে লাশ মর্গে পাঠায়। ঘটনার পর থেকে রাশেদার স্বামী গাঢাকা দিয়েছে। সূত্র জানায়, প্রথম স্ত্রী রাশেদার অমতে তোফাজ্জেল দ্বিতীয় বিয়ে করলে এ নিয়ে সংসারে অশান্তির সৃষ্টি হয়। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় কলহ হতো। রাশেদার একমাত্র কন্যা তহমিনা খাতুন জানায়, তার মায়ের মৃত্যু স্বাভাবিক না অস্বাভাবিক তা সে ধারণা করতে পারছে না। রাশেদাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে এলাকায় গুঞ্জন রয়েছে।