স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির আয়োজনে অনুষ্ঠিত চতুর্থ এনপিএল ক্রিকেট লিগের প্রথম সেমিফাইনাল। আজ শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দর্শনা ডেয়ার ডেভিলস ও সানরাইজার দশমাইল। আগামী ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে কিংস ইলেভেন জীবননগর ও ফাস্ট ক্যাপিটাল সুপার কিংস। দুই সেমিফাইনালে বিজয়ী দলের মধ্যে আগামী ২৩ ফেব্রুয়ারি ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।