চুয়াডাঙ্গা-মেহেরপুরে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে বক্তারা
স্টাফ রিপোর্টার: বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা-মেরহপুর অবস্থান কর্মসূচি ও আলমডাঙ্গায় বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেফতারের প্রতিবাদে নিন্দা জানিয়েছে উপজেলা বিএনপি। অবস্থান কর্মসূচিতে বক্তরা বলেন, বিএনপির চেয়ারপাসরন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাসুজ্জামান দুদুর নিঃশর্তে মুক্তিসহ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ঘোষিত সাজা বাতিলের দাবি জানান নেতৃবৃন্দ। বক্তারা আরও বলেন, সারাদেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের সুযোগ দিতে হবে। বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে এদেশে কোনো নির্বাচন হবে না ও জনগণ তা মেনে নেবে না।
চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম রতন প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল মঙ্গলবার দলীয় কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম রতন। সদর থানা বিএনপির সভাপতি অ্যাড. শমীম রেজা ডালিমের উপস্থাপনায় বক্তব্য রাখেন সহসভাপতি মনিরুজ্জামান মনি, জেলা যুবদল নেতা আশরাফ বিশ্বাস লিটু, মোখলেছুজ্জামান মোখলেছ, মামুন রেজা সবুজ, আরিফুজ্জামান পিন্টু, জেলা ছাত্রদল নেতা সিনিয়র যুগ্মআহ্বায়ক কেন্দ্রীয় সদস্য এমএ তালহা, যুগ্মআহ্বায়ক মঞ্জুরুল ইসলাম জাহিদ, জেলা ওলামা দলের সভাপতি ফজলুর রহমান। আরও উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, সাবেক মেম্বার আলাউদ্দিন, আমির হোসেন, যুবদল নেতা হাসমত, পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর আতিয়ার রহমান, তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া, বিএনপি নেতা শুকুর আলী টুকু, সাগর, শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান লিটন, সিনিয়র সহসভাপতি আইনাল হক, বিএনপির নেতা আশরাফ উদ্দীন রুবেল, পৌর বিএনপি নেতা আহসান হাবীব মুক্তি, জেলা ছাত্রদল নেতা লিমন, মামুন, জুয়েল মাহামুদ, সুজন, মোস্তাফা, সুমন, সজীব, রানা, হামিদ, হামিদুল, মোমিন, রাজু, জয়েল ডালিম, জুয়েল রানা. রুবেল, হাসান, হিরণ, মীর শুভ, সঙ্গীত প্রমুখ।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেফতারের প্রতিবাদে তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে আলমডাঙ্গা উপজেলা, পৌর বিএনপি ও উপজেলা যুবদল। গতকাল মঙ্গলবার দলের পক্ষ থেকে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, বিএনপির ভাইস চেয়ারম্যান চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদুকে সরকারের নির্দেশে পুলিশ বাহিনী গ্রেফতার করে। এ গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি শহিদুল কাউনাইন টিলু, সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ইসরাফ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল হক ডাবু ও যুগ্মআহ্বায়ক মাগরিবুর রহমান।
মেহেরপুর অফিস জানিয়েছে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় অবস্থান ধর্মঘট পালিত হয়েছে। মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে জেলা বিএনপি কার্যালয়ের সামনে ওই অবস্থান ধর্মঘট পালিত হয়েছে। কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, সহসভাপতি আব্দুর রহমান, ইলিয়াছ হোসেন, আনছারুল হক, শেখ সাঈদ আহমেদ, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ রুমা প্রমুখ।