মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের বড় মসজিদ পাড়ায় ৩টি বাড়ি আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ১১টায় শিবপুর গ্রামের বড় মসজিদ পাড়ায় রফিকুল ম-লের গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। বাড়ির লোকজনের কিছু বুঝে ওঠার আগেই তা প্রতিবেশী মুচকাত ও হাবিবের ৩৫ হাজার নগদ টাকা ও ১টি গরুসহ বড়িঘরে ছড়িয়ে পড়ে। এতে উভয় পরিবারের নগদ টাকাসহ ঘরে থাকা ধান, গম ও পাটসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। রাতেই ফায়ারসার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল সকালে মোনাখালী ইউপি চেয়ারম্যান তিন পরিবারের মধ্যে শুকনো খাবার ও নগদ টাকা প্রদান করেন।