স্টাফ রিপোর্টার: কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় আলমডাঙ্গা বড়গাংনীর আলমসাধু চালক সাইদুল ইসলাম বিষপানে আত্মহত্যা করেছে। গত শনিবার রাত ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার বাড়গাংনী কুটিপাড়ার তাহাজ্জেল হোসেনের ছেলে সাইদুল ইসলাম। তিনি পেশায় একজন আলমসাধু চালক। গত শনিবার সকালে কিস্তির টাকা পরিশোধ করা নিয়ে তার স্ত্রীর সাথে বাগবিত-া শুরু হয়। একপর্যায়ে সকাল ১০টার দিকে নিজ ঘরে বিষপান করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সাইদুল ইসলাম রাত ৮টার দিকে মারা যান।