চুয়াডাঙ্গার সরোজগঞ্জ তেতুল শেখ কলেজে মভপমভআয়োজিত অনুষ্ঠানে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি
সরোজগঞ্জ প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি বলেছেন, বর্তমান সরকারের আমলে যতো শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ হয়েছে আর কোনো সরকারের আমলে এতো ভবন নির্মান হয়নি। ছেলে মেয়েরা সু-শিক্ষায় শিক্ষিত করে এ সমাজ দেশটাকে নতুন করে সাজাবে এটাই আমার আশা প্রত্যাশা। শিক্ষার বিকল্প আর কিছুই হতে পারে না। উপরোক্ত কথাগুলো বলেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। তিনি গতকাল শুক্রবার চুয়াডাঙ্গার সরোজগঞ্জ তেতুল শেখ কলেজে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন ও নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উপলক্ষে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি অভিভাবকদের উদ্দেশে বলেন, আপনার সন্তানের দিকে নজর রাখতে হবে। তাদেরকে একটু সময় দিতে হবে, বিপতগামী হওয়ার আগেই সতর্ক থাকতে হবে। হুইপ তেতুল শেখ কলেজের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠানটি সুন্দর করে গড়ে তোলায় এবং লেখাপড়ার সুন্দর পরিবেশ, ফলাফলের দিক ভালো থাকায় প্রতিষ্ঠাতা হাজি আব্দুল্লা শেখকে আলোকিত মানুষ ভূষিত হওয়ায় প্রসাংশা করেন। হুইপ ছেলুন জোয়ার্দ্দার আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন। আমার আশা দেশকে এগিয়ে নিতে ১শ’ জনের মধ্যে ১শ’ শিক্ষিত হতে হবে। পাশ করা বিদ্যার পাশাপাশি বিষয়ভিত্তিক গবেষণা করতে হবে তাহলে অনেক কিছু জ্ঞান আহরণ করা সম্ভব হবে। ছাত্র-ছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, পড়াশোনার সময় পড়ার পাশাপাশি সংবাদপত্র পড়লে দেশ বিদেশের বিভিন্ন জ্ঞান আহরণ করা যাবে। আমরা দেশটাকে ৯ মাস যুদ্ধ করে স্বাধীন করেছিলাম। আজ আমরা তার সুফল ভোগ করতে পারছি। তেতুল শেখ কলেজের উন্নয়নে আমার (হুইপ ছেলুন জোয়ার্দ্দার) যা যা করা দরকার তাই করবো। তিনি কলেজ ডিসিপ্লিন ও ক্যাম্পাসের ফুলবাগান দেখে মুগ্ধ ।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় তেতুল শেখ কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেতুল শেখ কলেজ ও ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলোকিত মানুষ হাজি আব্দুল্লা শেখ। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, যুগ্ম সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, অ্যাড. আব্দুল মালেক, কোষাধক্ষ্য আলি রেজা সজল, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাড বেলাল হোসেন, হাজি মজিবর রহমান, শাখাওয়াত হোসেন টাইগার, শাজাহান আলী পচা, চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নু, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক আশাদুল হক আশা, চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সাবেক সভাপতি হাজি আজিজুল হক, শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলি আহম্মদ হাসানুজ্জামান মানিক, খাসকররা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু প্রমুখ। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন তেতুল শেখ কলেজের প্রভাষক রেজাউল করিম ও ছাদেমান নেছা মাধ্যমিক বিদ্যায়ের শিক্ষক সাইফুল আওয়াল। অনুষ্ঠান শেষে ছাদেমান নেছা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।