স্টাফ রিপোটার: খেসারী মাড়াই কল নিয়ে খেলতে গিয়ে আহত হয়েছে জীবননগরের বাকা গ্রামে ৭ বছরের শিশুকন্যা বৃষ্টি। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহত শিশুকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার বাকা গ্রামের বিল্লাল হোসেনের ৭ বছরের শিশুকন্যা বৃষ্টি। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে সহপাঠীদের সাথে বাড়ির পাশে খেলছিলো। হঠাৎ পিতা-মাতার অগোচরে খেসারী মাড়াই করা কলে খেলতে গিয়ে বৃষ্টির ডান হাত মাড়াই করা কলের ভেতরে চলে যায়। এসময় ডান হাতের দুটি আঙ্গুল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।