জীবননগর ব্যুরো: জীবননগরে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে দৌলৎগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রশিদুল হাসান।