চুয়াডাঙ্গায় প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় জয়ী।

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার চুয়াডাঙ্গা ভেন্যুর গতকালের খেলায় ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় ৪ উইকেটে দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়কে পরাজিত করেছে। চুয়াডাঙ্গা জাফরপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাটিং করে কেরু উচ্চ বিদ্যালয় ১২৫ রানে অলআউট হয়। জবাবে ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। গতকালের খেলাটি পরিচালনা করেন আব্দুল মালেক, টুটুল মোল্লা ও সুমন আলী। আজ একই মাঠে মুখোমুখি হবে এমএ বারী মাধ্যমিক বিদ্যালয় ও মুন্সিগঞ্জ একাডেমি।