স্টাফ রিপোর্টার: দিনে সূর্যের তাপ তাতিয়ে তুলছে ধরিত্রীর বুক। রাতে? শীতের আমেজ থাকলেও শীমুলতুলোর মোটা লেপ পড়ে থাকছে চৌকি ঘাটের পাশেই। তবে পাতলা লেপের কদর কমেনি এখনও। শীত গরমের বৈরি আবহাওয়ায় মাথাধরা সর্দিকাশির প্রকোপ বেড়েছে। সাধারণ সর্দিকাশিতে তেমন ওষুধ না লাগলেও সপ্তাহ জুড়ে কাশি থাকলে চিকিৎসকের পরামর্শ নেয়াই ভালো।
গতকালও চুয়াডাঙ্গায় দেশের সর্বনি¤œ তাপমাত্রা ১১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। অভিন্ন তাপমাত্রা ছিলো ঈশ্বরর্দীতেও। দেশের সর্বোচ্চ তাপমাত্রা গতকাল মংলায় ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ছিলো ২৯ দশমিক ৫। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থা রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। বর্ধিত ৫দিনের আবহাওয়ার অবস্থা সামান পরিবর্তন হতে পারে।
তিন কলামে মাথার ওপর দিলেই ভালো হবে, দু কলামে একটা ছবি
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গার শিক্ষাবৃত্তি প্রদান
অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান
ঢাকা অফিস: ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (ডুসাক) বিগত বছরের মতো এবারও আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী অর্ধশত শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।
ডুসাক সভাপতি হাসানুজ্জামান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক ইশতিয়াক বুলবুল পিয়াশ। অতিথি ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা সাংবাদিক আহমেদ পিপুল, পুলিশ সুপার মো. জাফর হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. শাহজাহান সাজু, সিটি টেকনোলোজির ব্যবস্থাপনা পরিচালক মালিক হাফিজুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা সমিতির মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা পারভীন যূথী, পেট্রোবাংলা কর্মকর্তা আব্দুল মান্নান, সহকারী রাজস্ব কর্মকর্তা তরিকুল ইসলাম, ঢাবি শিক্ষক সাঈদ সিদ্দিক, ডুসাকের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ডুসাকের সাবেক সভাপতি নাঈমুল হক রিংকু, ডুসাকের সাবেক সাধারণ সম্পাদক শামীম হোসেন মিজি, কামরুন্নেসা সরকারি স্কুলের শিক্ষক আনিসুর রহমান, আব্দুল আজিজ, কালের কণ্ঠ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, ব্যবসায়ী মজিবুল হক খোকন, স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা ডা. কামরুজ্জামান সুমন, ঢাবি কুয়েত মেত্রী সভাপতি ফরিদা পারভিন প্রমুখ ।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, ‘দেশে সৃষ্ট বর্তমান পরিস্থিতির জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার দলই দায়ী। বিএনপির শাসনামলে জনগণ ন্যায়বিচার পায়নি দাবী করে মোহাম্মদ নাসিম বলেন, ‘আপনি যদি ন্যায়বিচারের কথা বলেন, সেটা তামাশা ছাড়া কিছুই নয়। আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দায়ী।’
বিশেষ অতিথির বক্তব্য আলী আজগর টগর ‘শিক্ষিত সমাজ গড়তে জননেত্রী শেখ হাসিনা শিক্ষাখাতকে অগ্রাধিকার দিয়েছেন, মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, কিন্তু এটা দেশের সকল জনগণের সমানুপাতিক না হওয়ায়, দেশের বৃত্তবানদের অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো দরকার। আমি সকলকে এ বিষয়ে অবদান রাখার জন্য আহবান জানাচ্ছি।’
প্রধান পৃষ্ঠপোষক আহমেদ পিপুল বলেন, ‘আজকের এই শিক্ষার্থীরা ভবিষ্যত বাংলাদেশের সম্পদ, তাই দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী শিক্ষা গ্রহণের পথটা সহজ করে তাদের দেশের সম্পদ হয়ে গড়ে উঠতে দিতে হবে সেদিকে আমাদের সকলের খেয়াল রাখতে হবে।’
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় অর্ধশত শিক্ষার্থীদেরকে এককালীন পাঁচ হাজার করে চেক প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন, কাকলী জোয়ারদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিটিভির সংবাদ পাঠিকা রওনক জাহান ও প্রমিত বাংলা পরিষদের সভাপতি রুহুল আমিন মল্লিক।
বক্তারা বলেন, আজকের এই শিক্ষার্থীরা আগামীদিনে জাতির কর্নধার হিসেবে প্রতিষ্ঠিত হবে। ডুসাক কর্তৃক শিক্ষাবৃত্তি কার্যক্রম শুরু করায় সবাই ডুসাকের ভূয়সী প্রশংশা করেন। সমাজের বৃত্তবানদের ডুসাকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ানো উচিত বলে মনে করেন।