দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সহকারী দলিল লেখক চিৎলা গ্রামের মৃত কালু শেখের ছেলে মতিয়ার রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……….রাজেউন)। তিনি গতকাল বুধবার বিকেল ৫টায় রাশজাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় চিৎলা কবরস্থানের সামনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, তিনি গত বৃহস্পতিবার আকস্মিক হৃদরোগে আক্রান্ত হন। তার মৃত্যুতে উপজেলা দলিল লেখক সমিতির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।