স্টাফ রিপোর্টার: গতকাল বুধবার দুপুর থেকেই খবর রটে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির গঠন করেছে কেন্দ্র। নঈম হাসান জোয়ার্দ্দারকে আহ্বায়ক, হাসু ও জিল্লুকে যুগ্মআহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে বলে খবর ছড়ালেও তার সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। দলীয়ভাবেও কোনো প্রেস বিজ্ঞপ্তি গতরাত ১টা পর্যন্ত মাথাভাঙ্গা দফতরে পৌঁছুয়নি। তবে ফেসবুকে অনেকেই নঈম হাসান জোয়ার্দ্দারকে অভিনন্দন জানিয়ে স্ট্যাটাস লিখেছেন।
চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি একযুগেরও বেশি সময় ধরে থাকার এক পর্যায়ে ওবায়দুর রহমান চৌধুরীকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করে দেয় কেন্দ্র। ডিঙ্গেদহে একটি খুনের ঘটনার পরপরই যুবলীগের জেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সেই থেকেই যুবলীগের জেলা কমিটি নেই। এরই মাঝে শোনা যায় পৃথক একাধিক কমিটি গঠন করে অনুমোদনের জন্য কেন্দ্রে প্রেরণ করা হয়েছে। কোন কমিটি অনুমোদন হবে তা দেখার অপেক্ষার শেষ নেই। এরই মাঝে গতকাল দুপুরে উপরোক্ত খবরে চাঞ্চল্য ছড়ায়। শেষ পর্যন্ত সত্যতা নিশ্চিত করা না গেলেও কেউ কেউ বলেছেন, যেমনটি শোনা যাচ্ছে তেমনটি হলেও তো হতে পারে। তবে দায়িত্বশীলদের অনেকেই বলেছেন, শোনা কথায় কান না দিয়ে প্রমাণপত্র হাতে না পাওয়া পর্যন্ত কোনোটাই তো বিশ্বাস করা যাচ্ছে না।