কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের দুর্গাপুরের কাসেমের ছেলে পলাশের দাবিকৃত যৌতুকের টাকা না দেয়ায় মাদকাসক্ত স্বামী, শ্বশুর ও শাশুড়ি মিলে গৃহবধূ নীলুফার ইয়াসমিনকে অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে কুড়ুলগাছির দুর্গাপুরে এ ঘটনা ঘটে। নির্যাতিত গৃহবধূ নিলুফার ইয়াসমিন ও তার বাবা মজিত জানান, গত ১ বছর আগে দুর্গাপুরের পলাশের সাথে তার মেয়ের বিয়ে হয়। বিয়েতে যৌতুকের অর্ধেক টাকা দেয়া হয়। এরপর বিভিন্ন সময় বিভিন্নভাবে শারীরিক নির্যাতন চালিয়ে আসছেন। গতকাল মঙ্গলবার সকালে নিলুফার ইয়াসমিনের কাছে যৌতুক দাবি করে পলাশ। এসময় যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় শ্বশুর ও শাশুড়ি মিলে গৃহবধূকে অমানবিক নির্যাতন করে এবং ঘরের মধ্যে রেখে তালা মেরে রাখে। এ ঘটনায় মেয়ের বাবা গতকাল মঙ্গলবার দামুড়হুদা মডেল থানায় যৌতুক ও নির্যাতন মামলা দায়ের করেন।