বিদেশি টুকরো

মেয়ের চিকিৎসার টাকা যোগাতে বুকের দুধ বিক্রি

মাথাভাঙ্গা মনিটর: সন্তান গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দরকার বিপুল পরিমাণ অর্থ। উপায়ন্তর না দেখে শেষ পর্যন্ত এই অভিনব পন্থা বেছে নিয়েছেন এক চীনা মা। বয়সে তরুণ এই মা রাস্তায় দাঁড়িয়ে নিজের বুকের দুধ বিক্রি করছেন এমন ভিডিওতে সরগরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো।

মিয়াওপাই ভিডিও ওয়েবসাইটে পোস্ট করা ওই ভিডিওতে দেখা যায় ওই নারী ও তার স্বামী ব্যাখ্যা করছেন যে তাদের প্রায় এক লাখ ইউয়ান দরকার যা প্রায় ১১ হাজার পাউন্ডের কিছুটা বেশি। তাদের এটা দরকার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন সন্তানের জন্য।

তাদের এ ভিডিওটি এ পর্যন্ত দেখা হয়েছে ২৪ লাখ বার। যাতে কমেন্ট এসেছে অন্তত ৫ হাজারটি। ভিডিওটি ধারণ করা হয়েছে শেনজেন চিলড্রেনস পার্কে যাতে ওই মা বলছেন তিনি তার বুকের দুধ বিক্রি করছেন দ্রুত অর্থ আয়ের জন্য, কারণ তার জমজ বাচ্চার একটি হাসপাতালে আছে।

সেনজেন অনলাইন প্রেস অফিস বলেছেন তারা ওই নারীকে চিহ্নিত করেছে এবং ঘটনাটি সত্যি। তার স্বামী বলেন, হাসপাতালে এখনই অনেক বাকি পড়ে গেছে এবং চিকিৎসক বলেছেন বাচ্চা সুস্থ হলেই তাদের অন্তত এক লাখ ইউয়ান বিল দিতে হবে।

যৌতুকের টাকা না দিতে পারায় স্ত্রীর কিডনি বিক্রি!

মাথাভাঙ্গা মনিটর: যৌতুকের পুরো টাকা দিতে না পারায় স্ত্রীর কিনডি বিক্রি করে দিয়েছেন পাষণ্ড স্বামী। আর এটা তিনি করেছেন অ্যাপেনডিক্স অপারেশনের নামে। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ফরাক্কায়। রীতা সরকার নামে সেই গৃহবধূ তিন মাস আগে শিলিগুড়িতে এক আত্মীয়ের বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়লে শিলিগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। তখনই আল্ট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে তার ডান কিডনিটি নেই। এরপরই রীতা অভিযোগ করেন, বছর দুয়েক আগে কোলকাতার একটি নার্সিংহোমে তাকে অ্যাপেনডিক্স অপারেশনের নাম করে ভর্তি করেন তার স্বামী বিশ্বজিত সরকার। সেসময়ই টাকার লোভে তার কিডনিটি বিক্রি করে দিয়েছে বিশ্বজিত।

২০০৫ সালে ফরাক্কার মেয়ে রীতার বিয়ে হয়েছিলো লালগোলার বাসিন্দা বিশ্বজিতের। তাদের ১১ বছরের এক ছেলেও রয়েছে। বিয়ের সময় যৌতুক হিসেবে ১ লাখ ৮০ হাজার টাকা, ৬ ভরি সোনা এবং অন্যান্য সামগ্রি দিয়েছিলো শ্বশুরবাড়ি। বিয়ের পর থেকেই আরও টাকার দাবিতে তার ওপর অত্যাচার চালাত স্বামী, শাশুড়ি, ননদ, দেওর।

সিরিয়ায় বিমান হামলায় ২৩ বেসামরিক নিহত

মাথাভাঙ্গা মনিটর: দামেস্কের কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত গুটার পূর্বাঞ্চলীয় ছিটমহলে গতকাল সোমবার সিরিয় সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ২৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে নিহতদের মধ্যে চারজন শিশুও রয়েছে। সিরিয়াতে গত ২০০১ সাল থেকে শুরু হওয়া সহিংসতায় এখন পর্যন্ত ৩ লাখ ৪০ হাজার লোক নিহত হয়েছে।

দেশটির বিপুল সংখ্যক শরণার্থীর বেশিরভাগ লেবানন, জর্ডান ও তুরস্কে আশ্রয় নিয়েছে। মাত্র ৩ ভাগ শরণার্থী সম্পদশালী দেশগুলোতে আশ্রয় পেয়েছে।

স্বামীকে বাঁচাতে পিস্তল হাতে স্ত্রী

মাথাভাঙ্গা মনিটর: গত রোববার সকালে বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন পেশায় আইনজীবী আবিদ আলি। হঠাৎ কয়েকজন দুষ্কৃতী হুড়মুড়িয়ে ঢুকে পড়ে তার বাড়িতে। আবিদ আলিকে টেনে বাড়ির বাইরে নিয়ে গিয়ে এলোপাতারি মারতে থাকে তারা। কুড়ুল, লাঠি, লাথি, ঘুষি মারতে থাকে তারা। চিৎকার শুনে বেরিয়ে আসেন আবিদ আলীর স্ত্রী। স্বামীকে আক্রান্ত হতে দেখে বাড়ির ভেতর থেকে লাইসেন্সকৃত পিস্তল নিয়ে এসে বেপরোয়া গুলি চালাতে থাকেন তিনি। সেই নারীর হাতে পিস্তল দেখে চমকে যায় সন্ত্রাসীরা। গুলির শব্দ শুনে সেখানে আর থাকার সাহস দেখাতে পারেনি তারা। সঙ্গে সঙ্গে আবিদ আলীকে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায় তারা।