পাসপোর্ট অফিস নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে পাসপোর্ট সেবা সপ্তাহ’র উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা

স্টাফ রিপোর্টার: ‘পাসপোর্ট নাগরিক অধিকার, নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে পাসপোর্ট সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পাসপোর্ট অফিস অন্যতম একটা সেবামূলক অফিস। আমরা জানি পাসপোর্ট অফিস নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। পাসপোর্ট সপ্তাহ শুভ হোক সফল হোক। চুয়াডাঙ্গায় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর আঞ্চলিক পাসপোর্ট অফিসের আয়োজনে গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক এসএমএ সানী। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ ফারহানা সুলতানা, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নুরুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রুখসানা ছন্দা, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ তোজাম্মেল হক প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে পাসপোর্ট সেবা সপ্তাহ উদে¦াধন করেন জেলা প্রশাসক পরিমল সিংহ। এসময় অতিথিদের স্বাগত জানান আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক বশির আহমেদ। জেলা প্রশাসক পাসপোর্ট অফিসের কার্যক্রম ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ গোলাম রসুল, গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুক্তার হোসেন দেওয়ান, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম প্রমুখ। সেবা সপ্তাহ উপ