জীবননগরের বৈদ্যনাথপুর ও হাবিবপুরের পথসভায় নজরুল মল্লিক
জীবননগর ব্যুরো: আওয়ামী লীগ নেতা নজরুল মল্লিক গতকাল শুক্রবার বিকেলে ও সন্ধ্যায় জীবননগর উপজেলার বৈদ্যনাথপুর ও হাবিবপুরে পথসভা করেছেন। চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল মল্লিক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, স্বাধীনতার ৩৭ বছরে যে উন্নয়ন হয়নি আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তার কয়েকগুণ বেশি উন্নয়ন ঘটেছে। দেশ আজ উন্নয়নের মহাসড়কে। তিনি বলেন, উন্নয়নের এ ধ্যারা অব্যাহত রাখতে এ দেশের জনগণ ভুল করবে না। তারা আবারও আওয়ামীকে ভোট দেবে। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত হবে বলে তিনি পথসভায় আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলার বৈদ্যনাথপুরে আব্বাছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন, বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান, উপজেলা যুবলীগ নেতা কাজি সামসুর রহমান চঞ্চল, প্রজন্মলীগের আমিনুর রহমান, বৈদ্যনাথপুরের আনিসুর রহমান, আবু জাফর, জামাল বিশ্বাস, রেজাউল কটা, বিল্লু, আব্দুল হান্নান, লিটন, রেজা তরফদার, নঈম তরফদার, আব্দুর রাজ্জাক ও মুসা প্রমুখ। শেষে তিনি দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।