জয়রামপুরে দুজনের পালাক্রমে ধর্ষণে অন্তঃসত্ত্বা

কিশোরীর পাশে চুয়াডাঙ্গার মানবতা ফাউন্ডেশন
স্টাফ রিপোর্টার: দামুড়হুদা জয়রামপুরের বারুইপাড়ার ধর্ষণের শিকার কিশোরী ২২ সপ্তাহ ১দিনের অন্তঃসত্ত্বা। ধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা ন্যায় বিচার চেয়ে আইনগত সহায়তা চেয়েছে। জানা গেছে, প্রতিবেশী মুকুল কিশোরীকে ধর্ষণ করে। ধর্ষণের দৃশ্য দেখে ফেলে দু সন্তানের জনক বাবুও ধর্ষণ করে ১৫ বছরের কিশোরীকে। বিষয়টি জানাজানি হলে বিচারের দাবি ওঠে। দুজনের পালাক্রমে ধর্ষণের শিকার কিশোরী অন্তঃসত্ত্বার বিষয়টি জানাজানি হলে চুয়াডাঙ্গার মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকার তার সহকর্মীদের সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। চিকিৎসকের সাথে কথাও বলেন। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বরাত দিয়ে মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বলেছেন, ধর্ষণের শিকার কিশোরী বর্তমানে ২২ সপ্তাহ ১ দিনের অন্তঃসত্ত্বা। ধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা ন্যায় বিচার চেয়ে আইনগত সহায়তা চেয়েছে। ফলে মানবতা ফাউন্ডেশনের তরফে সকল প্রকার আইনগত সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ২টার দিকে সরেজমিন পরিদর্শনকালে মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকারের সাথে ছিলেন সংস্থার অ্যাড. নওশের আলী, অপারেশন অফিসার অ্যাড. জিল্লুর রহমান জালাল, সদর উপজেলা সেক্রেটারি অ্যাড. মসলেম উদ্দীন-২। ভিকটিম সংস্থার নির্ধারিত ফরম পূরণ করে আইনগত সহায়তার আবেদন করলে সংস্থার তরফে তা প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়।