চুয়াডাঙ্গার বিশিষ্ট ঠিকাদার ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য আজিজুর রহমান আজুর ইন্তেকাল : শোক

স্টাফ রিপোর্টার: চুয়ডাঙ্গা জেলা শহরের জিনতলাপাড়ার বিশিষ্ট ঠিকাদার চুয়াডাঙ্গা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য অন্যতম ক্রীড়া সংগঠক আজিজুর রহমান আজু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ শুক্রবার নামাজে জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন করা হবে। তবে ঠিক কখন তা সম্পন্ন হবে তা নিশ্চিত করে জানাতে পারেননি পরিবারের সদস্যরা। জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের জিনতলাপাড়ার জহিরউদ্দীন ম-লের ছেলে আজিজুর রহমান আজু একসময় ঠিকাদারি করতেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চুয়াডাঙ্গা প্রতিষ্ঠাকালীন সদস্যই শুধু ছিলেন না, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি জাতীয়তাবাদী দলের সাথেই ছিলেন। ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ও যুগ্মসাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদেও এক সময় দায়িত্ব পালন করেছেন। এছাড়াও শিল্পকলা ও চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য থেকে সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতেন। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি এশার নামাজ শেষে বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে পড়েন। অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নেয়ার পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতদেহ নিজ বাড়ি ফিরিয়ে নেয়া হলে শোকের ছায়া নেমে আসে। তিনি স্ত্রী ৩ ছেলে ১ মেয়েসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। এক ছেলে দূরে থাকার কারণে আজ কখন নাগাদ দাফনকার্য সম্পন্ন করা সম্ভব হবে তা গতকাল বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যরা জানাতে পারেননি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় মহাসচিব শামসুজ্জামান দুদু এক শোকবার্তায় বলেছেন, আজিজুর রহমান আজুর মতো একজন ত্যাগী নেতাকে হারিয়ে চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী শক্তির অপূরণীয় ক্ষতি হলো। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়াও শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, যুগ্মআহ্বায়ক মজিবুল হক মজু প্রমুখ নেতৃবৃন্দ।