চুয়াডাঙ্গায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি

এক সময় চুয়াডাঙ্গার অনেক খেলোয়াড় জাতীয় দলসহ বিদেশের মাটিতে খেলেছে : কিন্তু এখন যেন সব হারিয়ে গেছে

স্টাফ রিপোর্টার: একসময় চুয়াডাঙ্গার অনেক খেলোয়াড় জাতীয়দলসহ বিদেশের মাটিতে খেলতে যেতো। দেশ বিভাগের আগে চুয়াডাঙ্গার অনেক খ্যাতিমান খেলোয়াড় পার্শবর্তী দেশ কোলকাতার বিভিন্ন ক্লাবে নিয়মিত ফুটবল খেলতো। ফুটবল খেলায় চুয়াডাঙ্গার অনেক সুনাম ছিলো। কিন্তু এখন আর তা নেই। আমাদের চুয়াডাঙ্গা জেলাবাসীর মাঝ থেকে ফুটবল খেলা হারিয়ে গেছে। মাহমুদুর রহমান লিটন, মানিক, বাংলাদেশের এক সময়কার আলোড়ন সৃষ্টিকারী ফুটবলার মামুন জোয়ার্দ্দার চুয়াডাঙ্গা জেলাবাসীর মুখ উজ্জ্বল করেছে। কথাগুলো বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। গতকাল বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সরকারি কলেজে আয়োজিত আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, চুয়াডাঙ্গার ফুটবলকে চাঙ্গা করতে পারে স্কুল-কলেজের ছাত্ররা। শুধু ছেলেরাই খেলাধুলা করলে চলবে না। মেয়েদরও এগিয়ে আসতে হবে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজমাঠে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র হাবিবুর রহমান, গীতা পাঠ করেন মেঘনা ত্রায়। পরে জতীয় সঙ্গীতরে তালে জাতীয় পতাকা, কলেজের পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। পরে শপথবাক্য পাঠ করান বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম। চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ কামরুজ্জামানের সভাপতিত্বে ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুন্সী আবু সাঈদের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল। বক্তব্য রাখেন আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, মাসুদুজ্জামান লিটু, অনুষ্ঠান আহ্বায়ক সরকারি কলেজের কৃষি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রুহুল আমিন, জেলা ছাত্রলীগের সহসভাপতি সাহাবুল, সাধারণ সম্পাদক মো. জানিফ, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ ইকবাল স্বপন প্রমুখ। পরে চুয়াডাঙ্গা সরকারি কলেজমাঠে ইতিহাস বিভাগ ও ব্যবস্থাপনা বিভাগের মধ্যে উদ্বোধনী ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ব্যবস্থাপনা বিভাগ ২-০ গোলে ইতিহাস বিভাগকে পরাজিত করে। ব্যবস্থাপনা বিভাগের রাজা ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলা পরিচালনা করেন হাফিজুর রহমান, নাজমুল হক শান্তি ও লিটা আহমেদ।