আজকের মেধাবী শিশু শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ পরিচালনা করবে

দামুড়হুদায় সম্মিলিত মেধা তালিকায় সেরা শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণকালে এমপি টগর

দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলায় প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় সেরা ২০ মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অভিভাবকদের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। তিনি বলেন, আজকের শিশু আগামি দিনের ভবিষ্যত। একটি শিশু, সে কি চাই? বাবা-মাকে সেটা বুঝতে হবে। তাকে বেশি চাপাচাপি না করে তার মতো করে শিখতে দিন। আগে তার ভীতটা মজবুত করতে হবে। দেখবেন সে সবচেয়ে ভালো ফলাফল করবে। তিনি জিপিএ-৫ প্রাপ্ত সকল শিক্ষার্থীসহ সম্মিলিত মেধা তালিকায় সেরা ২০ শিক্ষার্থীর মা-বাবাকেও সম্মাননা ক্রেস্ট উপহার দেয়ার ঘোষণা দেন। উপজেলা শিক্ষা অফিসার সাকী সালামের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল হোসেন, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, উপজেলা কৃষি অফিসার সুফি মোহা. রফিকুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ, উপজেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা আশরাফ হোসেন, উপসহকারী প্রকৌশলী (দূর্যোগ) মো. নুরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টু, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, কুড়–লগাছি ইউপি চেয়ারম্যান শাহ মোহা: ইনামুল করীম ইনু, নাটুদহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য শফিউল কবির ইউসুফ, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ খোকন, উপজেলা যুবলীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক হযরত আলী, দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ উদ্দীন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু প্রমুখ।