দুর্দশা লাঘবে কাক্সিক্ষত স্বপ্নের ব্রিজ সহসায় দেখতে চলেছে আলোর মুখ

আলমডাঙ্গার ঘোষবিলা-মধুপুর বাজার সড়কের জিকে খালের উপজেলা ব্রিজ পূনঃনির্মাণ কাজ শুরু

কেএ মান্নান: আলমডাঙ্গার ঘোষবিলা-মধুপুর বাজার সড়কের সংযোগ ব্রিজ ‘উপজেলা ব্রিজ’ পূনঃনির্মাণ শুরু করা হয়েছে। দুর্দশা লাঘবে এলাকাবাসীর দীর্ঘ কাক্সিক্ষত স্বপ্নের এ ব্রিজটির পূনঃনির্মাণ দ্রুত দেখতে চলেছে আলোর মুখ। ব্রিজটি পূনঃনির্মাণে জামজামি ইউনিয়নের দ্বিখ-িত ভূমি সীমা যেমন হবে একিভূত। তেমনি উৎপাদিত কৃষিপণ্য সুবিধাজনকভাবে পারাপার করে কৃষিপণ্য দেশের সকল প্রান্তে সরবরাহে কৃষক নায্য মূল্য পেয়ে অর্থনীতিতে সম্ভার হবে। তাছাড়া স্কুল কলেজগামী শিক্ষার্থীরা সবসময় যানবাহন পাবে। পুড়ানো ভগ্নদশা ব্রিজটি ইতোমধ্যে সরিয়ে ফেলা হয়েছে। জিকে খালের ব্রিজ নির্মাণস্থলের দু’পাশে পানি নিয়ন্ত্রণে বাঁধ দিয়ে ড্রেজিং শেষে পোলের পাইলিং কাজ শুরু করা হয়েছে। এ ব্রিজের ঠিকাদারি পেয়েছেন কুষ্টিয়া নেচারাল কনস্ট্রাকশন লিমিটেড। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন এ ব্রিজ নির্মাণে ব্যয় হবে ৮৯ লাখ টাকা। এ ব্রিজটির প্রস্থ ৩.০৮ মিটার, দৈর্ঘ্য ৩৬.০৫ মিটার। সহঠিকাদারির দায়িত্ব পেয়েছেন চুয়াডাঙ্গা জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজি আব্দুল মোতালেব। সার্বক্ষনিক তদারকির দায়িত্বে রয়েছেন চুয়াডাঙ্গা জেলা উপসহকারী প্রকৌশলী আবু সায়েম শফিউল ইসলাম ও সাইড ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ। আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের ঘোষবিলা মধুপুর বাজার বীর প্রতীক সাইদুর রহমান সংযোগ সড়কের মধ্যবর্তী গঙ্গা-কপোতাক্ষ সেচখালের শতবর্ষী ভগ্নদশা এ ব্রিজের সচিত্র প্রতিবেদন দৈনিক মাথাভাঙ্গায় একাধিক বার প্রকাশিত হয়েছে। প্রকাশিত প্রতিবেদন পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি পায়। অতঃপর পূণঃনির্মিত হচ্ছে এ উপজেলা ব্রিজ। ব্রিজটি নির্মাণে এলাকাবাসী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তথা চুয়াডাঙ্গা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা জননেতা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ভাইকে সাধুবাদ জানিয়েছেন।