চুুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজার দোকান মালিক সমিতির কমিটি নিয়ে উত্তেজনা : নতুন কমিটির দাবি

স্টাফ রিপোর্টার: চুুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজার দোকান মালিক সমিতি ও বাজার পরিচালনা কমিটিরও মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে এ কমিটির নির্বাচন না হওয়ায় বাজার পরিচালনাসহ বিভিন্ন সমস্যা সৃষ্টির পাশাপশি স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। নতুন কমিটি গঠন করার লক্ষ্যে আলোচনাসভার আয়োজন করা হয়। অপরপক্ষও জরুরিসভা আহ্বান করে। এ নিয়ে বাজারে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। গতকাল মঙ্গলবার বিকেলে বদরগঞ্জ পানেরহাটে দোকান মালিক সমিতি ও বাজার পরিচালনা কমিটি জরুরি সভার জন্য বাজারের সকল ব্যবসায়ীদের কলার হাটে উপস্থিত থাকার জন্য পাল্টাপাল্টি মাইকিং করে। পাল্টাপাল্টি আলোচনাসভাকে কেন্দ্র করে বাজারের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। আলোচনাসভা শুরুর আগেই ঘটনাস্থলে সদর থানা পুলিশ উপস্থিত হয়ে আলোচনাসভা বন্ধ করে দেয়। এ সময় সদর থানার ওসি (অপারেশন) আমির আব্বাস ও কুতুবপুর ইউপি চেয়ারম্যান মো. আলী আহমেদ হাসানুজ্জামান মানিকের কাছে ব্যবসায়ীরা নতুন করে কমিটি গঠনের আহ্বান জানিয়ে অনির্বাচিত কমিটি নয়, নতুন করে নির্বাচনের দাবিসমূহসহ বিভিন্ন অভিযোগ উত্থাপন করে পূর্বের পরিচালনা কমিটির বিরুদ্ধে। বদরগঞ্জ বাজার দোকান মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, এ পরিচালনা কমিটি বৈধভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। এ কমিটির মেয়াদ আছে বলে তিনি দাবি করেন। সাধারণ সম্পাদক আরিফ আহমেদ বলেন, সাধারণ সভায় নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হয়েছে বলে জানানো হয়। তবে কেউ দায়িত্ব নিলে নতুন নির্বাচনের আয়োজন করা হবে।
ব্যবসায়ীদের সকল দাবিসমূহ শোনার পর সদর থানার ওসি (অপারেশন) মো. আমির আব্বাস ও কুতুবপুর ইউপি চেয়ারম্যান মো. আলী আহমেদ হাসানুজ্জামান মানিক উপদেষ্টা কমিটির মাধ্যমে নতুন নির্বাচনের ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। এ বিষয়ে জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক চেয়ারম্যান হাজি শাখাওয়াত হোসেন উপস্থিত জনতার সামনে বলেন, অনির্বাচিত কমিটি দিয়ে বাজারে কোনো উন্নয়ন হবে না। নতুন নির্বাচিত কমিটি গঠিত হলে এ বাজারের জন্য মঙ্গল বলে মতপ্রকাশ করেন।