মেহেরপুর অফিস: সাংবাদিকতায় অবদান রাখায় এবং কুষ্ঠ সচেতনতামূলক প্রতিবেদন প্রণয়ন ও প্রকাশের জন্য অ্যাওয়ার্ডে ভূষিত হলেন যমুনা টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি সাংবাদিক রামিজ আহসান। গত রোববার বেলা ১১টার দিকে ঢাকা সিরডাপ মিলনায়তনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. ম্যেয়া সেপাল এনগন, জাতীয় কুষ্ঠ উচ্ছেদ কর্মসূচির ডেপুটি ডিরেক্টর ডা. শফিকুল ইসলাম এবং দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সলোমন সুমন হালদার উপস্থিত থেকে সাংবাদিক রামিজ আহসানের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। সাংবাদিক রামিজ আহসান চ্যানেল-২৪ এ চাকরির মধ্যদিয়ে টেলিভিশন সাংবাদিকতা শুরু করেন।