দর্শনা অফিস: পল্লী বিদ্যুত সমিতির কর্মকর্তা-কর্মচারীদের অনিহার কারণেই ঘটলো ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা। বিদ্যুতের তার ছিড়ে বসতঘর, পুকুরের মাছসহ ৩ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হলেও ভাগ্যক্রমে বেচে গেলো কয়েকজনের প্রাণ। গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া শেখপাড়ার রহিম বক্সের ছেলে কলিম উদ্দিন কাঠুর বাড়ির ওপর দিয়ে পল্লী বিদ্যুতের তার এক পোল থেকে ওপর পোলে টানা হয়েছে। এ তারে প্রায় আগুন ধরে বলে গ্রামবাসী অভিযোগ করে বলেছে, গতকাল সোমবার দুপুরে বাড়ির ওপর থেকে টানা তারে আগুন ধরে যায়। আগুনের ফুলকি পড়ে কলিম উদ্দিনের ঘরের সাথে রাখা পাঠকাটির গাদায় আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। কলিম উদ্দিনের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। পুরো বাড়ির আগুনের লেলিহান শিখায় বিদ্যুতের মেন তার পুড়ে পরে যায় পার্শ্ববর্তী পুকুরে। ফলে পুকুরের পানি বিদ্যুতায়িত হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে চরমভাবে ঝুঁকিতে পড়তে হয় গ্রামবাসীকে। দীর্ঘসময় চেষ্টার পর গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনলেও কলিম উদ্দিনের বসতঘর, নগদ টাকা, ধান-চাল, আসবাবপত্রসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণের আনার পর দুপুর ২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে পুড়ে সর্বশান্ত কলিম উদ্দিন পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে রাত-যাপনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে এ ক্ষেত্রে অনেকেই দায়ি করেছে পল্লী বিদ্যুত কর্তৃপক্ষকে।