দর্শনা অফিস: শিক্ষার মানোন্নয়নসহ শিক্ষার্থীদের স্কুল মুখী করতে সরকার গ্রহণ করেছে নানামুখী কর্মসূচি। কর্মসূচির অংশ হিসেবে রয়েছে মিড ডে মিল কার্যক্রম। শিক্ষার্থীদের দুপুরের খাবার ও টিফিন বক্স দেয়া হয়েছে শান্তিপাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে। গতকাল সোমবার দুপুরে দর্শনা পৌর এলাকার শান্তিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মিড ডে মিল কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ আসলাম আলী তোতার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা জাহান পারুল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকি সালাম, মোহাম্মদ আলী, ইনতাজ আলী, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এসময় শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স বিতরণ করা হয়।