বাজার পরিস্কার-পরিছন্ন রাখতে দফতর সম্পাদক প্রার্থী সোহাগকতৃক ১৪ স্থানে ডাজবিন স্থাপন
দর্শনা অফিস: দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত না হওয়ায় নির্বাচনের দিনক্ষণ এখনও নির্ধারণ হয়নি। তবে ধারণা করা হচ্ছে চলতি বছরের এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সাধারণসভা অনুষ্ঠিত হতে পারে মার্চের শেষের দিকে। এ নির্বাচনকে সামনে রেখে বেশ কয়েকজন প্রার্থী প্রচার-প্রচারণায় মাঠে নেমেছে। প্রচারণার নয়া কৌশল হিসেবে দফতর সম্পাদক প্রার্থী সোহাগ হোসেন বাজারের ১৪টি স্থানে ডাজবিন স্থাপন করে নজর কারলো ব্যবসায়ীদের। বাজার এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন রাখতেই সোহাগ এ উদ্যোগ নিয়েছে বলে জানান। গত শুক্রবার জুম্মার নামাজের পরে ডাজবিন স্থাপন কার্যক্রম শুরু করা হয়। গত ৪ দিনে সোহাগ তার সমর্থকদের সাথে নিয়ে বাজারের গুরুত্বপূর্ণ ১৪টি স্থানে ইটের খোয়া, সিমেন্ট ও বালুতে ঢালায়ের এ ডাজবিন স্থাপন করেছেন। গতকাল সোমবার রাতে দৈনিক মাথাভাঙ্গা দর্শনা ব্যুরো অফিসের সামনে সর্বশেষ ডাজবিন স্থাপনের মধ্যদিয়ে এ কার্যক্রম সমাপ্ত করেছেন। এসময় সোহাগসহ বাজার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।