তাড়াবো অন্যায়

আহাদ আলী মোল্লা

হচ্ছে এ কী দেখছি এ কী
কোথায় বাঁচার পথ,
পুরো সমাজ দিচ্ছে ওদের
কামের খেসারত।

করছে সমাজ কলুষিত
থাকলো না আর মান,
কিছু কিছু ভালো মানুষ
তাই করি সন্ধান।

পাইনে খুঁজে হাতের কাছে
যাচ্ছে খারাপ কাল,
যেইদিকে চাই দেখি শুধু
নষ্টামি জঞ্জাল।

বাবা তোরা মানুষ হ’ রে
ভালোর পথে আয়,
নইলে ঝাঁটা দিয়ে তোদের
তাড়াবো অন্যায়।
সূত্র (ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণ)