আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা গার্মেন্টস মালিক সমিতির পক্ষ থেকে নবনির্বাচিত বণিক সমিতির সহসাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল্লাহ আল মামুনকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে বণিক সমিতি কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গার্মেন্টস মালিক সমিতির সভাপতি আলহাজ গোলাম রহমান সিঞ্জুল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র হাসান কাদির গনু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গার্মেন্টস সমিতির সম্পাদক ও বণিক সমিতির সহসাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দ সাজেদুল হক মনি, আব্দুল মালেক, সাহাবুদ্দিন বাবলু, সিরাজুল ইসলাম, সেলিম হোসেন, রাশিদুল ইসলাম, আব্দুল আলীম প্রমুখ। অনুষ্ঠান শেষে গার্মেন্টস সমিতির বাৎসরিক আয় ও ব্যয়ের হিসাব দেয়া হয় সমিতির সকল সদস্যদের নিকট।