সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার ডাউকি গ্রামের মাদকব্যবসায়ী মিজানুর মালিতা ৪ বোতল ফেনসিডিলসহ সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশ আটক করেছে। গতকাল সোমবার সন্ধ্যায় তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের ডাউকি উত্তরপাড়ার মৃত হবিবার মালিতার ছেলে মিজানুর মালিতা সরোজগঞ্জ আন্দুলবাড়িয়া সড়কের কেটের মাঠের নিকট থেকে সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশ আটক করে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করেন। মিজানুর মালিতার নিকট থেকে ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এসময় সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ এসআই শফিকুল ইসলামকে সহযোগিতা করেন সরোজগঞ্জ ক্যাম্পের এএসআই হাদিউজ্জামান ও এএসআই শাকের আলী। মিজানুরকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।