রাতে শীত ভোরে কুয়াশা দিনে ঝলমলে রোদ্দুর : দুর্ভোগ লাঘবে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার: মধ্যমাঘে সকাল সাজ আর মধ্যরাতে শীতের তীব্রতা কিছুটা বাড়লেও দিনে অধিকাংশ সময় জুড়েই থাকছে ঝলমলে রোদ্দুর। ফলে প্রবাহমান মৃদু থেকে মাঝারি মানের শৈত্যপ্রবাহেও অনুভূত হচ্ছে না হাড় কাঁপানো শীত। তবে দেশের পশ্চিম-উত্তরাঞ্চলে ও নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘনকুয়াশা পড়ার কারণে সকাল হচ্ছে যেন দেরিতে। এদিকে গতকালও চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে ব্যক্তি ও প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
গতকাল রোববার দেশের সর্বনি¤œ তাপমাত্রা ছিলো উত্তরবঙ্গের রাজারহাটে ৭ দশমিক শূন্য সর্বোচ্চ ছিলো টেকনাফে ২৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ২৫ দশমিক ২ ও সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তামপাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়ার পুর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সীতাকুণ্ডু অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান বৃদ্ধি পেতে পারে। বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থা রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
জীবননগর ব্যুরো জানিয়েছে, আওয়ামী লীগ নেতা ও তরুণ ব্যবসায়ী নজরুল মল্লিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছেন। গতকাল রোববার তিনি জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। বৃহত্তর বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাইদুর রহমান মাস্টারের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীমান্ত ইউনিয়ন আ.লীগ নেতা জাকির হোসেন, রায়পুর ওয়ার্ড আ.লীগ সভাপতি নূর বক্স ম-ল, সদস্য রবিউল ইসলাম, রায়পুর ইউনিয়ন যুবলীগ নেতা সাইদুল ইসলাম, আব্দুর রশিদ, কৃষকলীগ নেতা আব্দুস ছাত্তার প্রমুখ।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় জেলা বিএনপির অন্যতম নেতা বিশিষ্ট শিল্পপতি হাজি ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান টিপু তরফদারের পক্ষ থেকে দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার বিকেলে দামুড়হুদা দেউলীর মোড়ে বিএনপি নেতা আব্দুল আলিম মেম্বারের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দর্শনা পৌর বিএনপির সহসভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, দর্শনা পৌর কাউন্সিলর কানচু মাতুব্বর, বিএনপি নেতা সোহেল তরফদার, নতিপোতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান টুনু ও বর্তমান সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবদল নেতা কুতুবউদ্দীন।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সহযোগিতায় ও মুজিবনগর উপজেলা ত্রাণ অফিসের আয়াজনে চলতি শীত মরসুমে শৈত্যপ্রবাহ মোকাবেলার লক্ষ্যে ৫৭০টি দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মধ্যে ৫কেজি চাউল, ১কেজি লবণ, ১কেজি ডাল, ১কেজি বিস্কুট, ১কেজি চিনিসহ ১০ রকম শুকনো খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার দুপুর ২টায় মুজিবনগর উপজেলা হলরুমে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের সভাপতিত্বে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই শুনো খাবার সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুজিবনগর থানা ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার উপজেলা কৃষি অফিসার মুহা. মোফাকখারুল ইসলাম, শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, জেলা আ.লীগের উপদেষ্টা আকবার জালাল, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম ইতা প্রমুখ।