ভালাইপুরে দুই ওষুধ ব্যবসায়ীর ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার ভালাইপুর মোড়ে দুই ওষুধ ব্যবসায়ীর ড্রাগ লাইসেন্স না থাকায় নগদ টাকা জরিমানা করাসহ শর্ত পূরণের অদেশ দেন ভ্রাম্যমাণ অদালত। গতকাল রোববার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গার ভালাইপুর মোড়ে ওষুধের দোকানের ড্রাগ লাইসেন্স রুমা হোমিও হলের স্বত্তাধিকারী লাড্ডু হোসেন ও মিজান পশু ফার্মেসির স্বত্তাধিকারী মিজানুর রহমানকে ১৯৪০ এর কোর্ট আইনের ১৮.২৭ ধারায় ভ্রাম্যমাণ আদালতে উভয়কে ১ হাজার করে ২ হাজার টাকা জরিমানা করাসহ ড্রাগ লাইসেন্স করবার শর্ত দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ অদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফকরুল ইসলাম।