আলমডাঙ্গা গাংনী ইউপির সংরক্ষিত মহিলা মেম্বারের বাড়িতে হামলার অভিযোগ

আসমনখালী প্রতিনিধি: আলমডাঙ্গার গাংনী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার নাছিমা বেগমের বসতবাড়িতে হামলা করে তাকে মারপিট করা হয়েছে। এ মর্মে অভিযোগ তুলে বলা হয়েছে, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গতপরশু সন্ধ্যায় এ হামলা চালানো হয়েছে। ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মেম্বার নাছিমা বেগম ফুলবগাদি ঈদগাহপাড়ার সিদ্দীক আলীর স্ত্রী।
জানা গেছে, ফুলবাগাদি গ্রামের ঈদগাহপাড়ার মৃত আজিম উদ্দীনের তিন ছেলের মধ্যে শরিকি জমি নিয়ে বিরোধ রয়েছে। গত শুক্রবার মহিলা মেম্বার নাছিমা বেগম বড়গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগে বলেন, বাড়ির শরিকি জমিতে অন্যায়ভাবে পায়খানার তৈরি করছে কামালের ছোট ছেলে মসলেম। বড়গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি গতপরশু শনিবার বিকেলে উভয়পক্ষকে পুলিশ কেন্দ্রে ডাকেন। বাড়ি ফিরে সমলেম উত্তেজিত হয়ে লোকজন সাথে নিয়ে হামলা চালায়। ঘটনাটি এলাকায় ছড়িয়ে যায় খবর শুনে ইউপি চেয়ারম্যান আবু তাহের আবু ঘটনাস্থলে পৌঁছায় এবং বড়গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্র থেকে সেখানে পুলিশ উপস্থিত হয়ে বিষয়টি নিয়ন্ত্রণে আনে। ঘরের মধ্যেই মহিলা মেম্বার অবস্থান করতে থাকেন। গতকাল রোববার সকাল ৯টার দিকে বড়গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পুলিশ গিয়ে তাকে দরজা খুলে বাইরে বের করেন।