স্টাফ রিপোটার: বাস থেকে স্ট্যান্ডবিহীন নামাতে রাজি না হওয়াই চালককে মেরে আহত করেছে মোমিন নামের এক যুবক। আহত বাসচালক হায়দার আলীকে উদ্ধার করে ডাক্তার আব্দুল হকের নিকট প্রাথমিক চিকিৎসা শেষে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাসূত্রে জানা গেছে, সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের বাজারপাড়ার আব্দুল মোমিন সরোজগঞ্জ বাজার থেকে বাসে উঠে ভা-ারদহ মোড়ে নামার কথা বলে। এসময় বাসচালক ঝিনাইদহ হলিধানির নুর মোহাম্মদের ছেলে হায়দার আলী (৪৫) বলেন, এমনিতে লস টাইম চলছে দাঁড়ানো সম্ভব হবে না। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বাটাম দিয়ে বাসচালককে বেধড়ক পেটাতে থাকে। এতে তার মাথা ফেটে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের নিকট নেয়া হয়। তার মাথায় ৩টি সেলাই দেয়া হয়। পরে ঝিনাইদহ সদর হাসপাতালে আহতকে ভর্তি করা হয়েছে। এ সংবাদ ঝিনাইদহ শ্রমিক ইউনিয়ন ও চুয়াডাঙ্গা শ্রমিক ইউনিয়ন নেতাদের নিকট দেয়া হলে তারা ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়। ২০ মিনিট যান চলাচলা বন্ধ থাকায় সরোজগঞ্জ থেকে দুই পাশে ২ কিলোমিটার রাস্তায় যানযটের সৃষ্টি হয়। খবর পেয়ে সরোজগঞ্জ ক্যাম্পের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও আসামি গ্রেফতারের প্রতিশ্রুতিতে যান চলাচল স্বাভাবিক হয় ।