স্টাফ রিপোর্টার: মাদরাসা শিক্ষাকে যেকোনো সময়ের চেয়ে বেশি আধুনিকায়ন করা হয়েছে মন্তব্য করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষকদের জাতীয়করণ করার দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবো। একই আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে জমি’আতুল মোদার্রেছীনের মহাসমাবেশে এ আশ্বাস দেন তারা। মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ, শিক্ষক-কর্মচারীদের চাকরির বয়সসীমা ৬৫ বছর করাসহ চারদফা দাবিতে এ মহাসমাবেশের ডাক দেয় মাদরাসা শিক্ষকদের সবচেয়ে বড় সংগঠন জমি’আতুল মোদার্রেছীন। সকালে সমাবেশের উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এ দেশের মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়। মানুষ জঙ্গিবাদ পছন্দ করে না; প্রশ্রয় দেয় না।
আমি স্পষ্ট করে বলছি মাদরাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা দেয়া হয়। যারা জঙ্গিপনা করছে তারা ইসলাম ধর্মের ওপর কালিমা লেপন করতেই এসব করছে।