পাঁচমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গার যুগিরহুদায় চোর সন্দেহ জীবননগর হরিয়াননগর গ্রামের জুয়েল নামে এক যুবককে আটক করেছে গ্রামবাসী। গতরাত ২টার দিকে তাকে ধরে গণপিটুনী শেষে পুলিশে দেয়া হয়।
জানা গেছে, জীবননগর থানার হরিয়ান গ্রামের মৃত হাকিম আলীর ছেলে জুয়েল হোসেন (২৫) গতরাত ২টার দিকে যুগিরহুদা গ্রামে বিশারত ম-লের বাড়ির জানালায় এসে জানালার গ্রিল ধরে নাড়তে থাকে। বিশারতের পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে চোর সন্দেহে জুয়েলকে আটক করে। গণপিটুনীর এক পর্যায়ে জুয়েল জানিয়েছে, সে বাড়িতে বাড়িতে মোবাইল চুরি করে বেড়াই। পরে সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের টুআইসি হাদিউজ্জামানের কাছে তুলে দেয়া হয়।