সাইফুল ইসলাম পিনুর শাশুড়ি রিজিয়া খাতুনের ইন্তেকাল : শোক

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা রেলপাড়ার প্রবীণ নারী রিজয়া খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। তিনি বেশ কিছুদিন ধরে বাধর্ক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর। তিনি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার পর পর দু’বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান গণমানুষের নেতা দৈনিক মাথাভাঙ্গার প্রধান সম্পাদক প্রয়াত সাইফুল ইসলাম পিনুর শাশুড়ি। গতকালই বাদ আছর রেলপাড়া জান্নাতুল বাকী করবস্থানে মরহুমার দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।
চুয়াডাঙ্গা রেলপাড়ার মরহুম আব্দুস শুকুর মণ্ডলের স্ত্রী রিজিয়া খাতুন ছিলেন সদালাপী ও প্রচ-ভাবে পরোপকারী। তার মৃত্যুর খবরে অসংখ্য নারী-পুরুষ শেষবারের মতো দেখতে বাড়িতে ভিড় জমান। এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি ৮ ছেলে ও ৪ মেয়ের মধ্যে ৫ ছেলে ও ২ মেয়েসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের সদস্যরা বলেছেন, বেশ কিছুদিন ধরে তিনি বাধর্ক্যজনিত রোগে ভুগছিলেন। নিজ বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। নামাজে জানাজায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন মণ্ডল, চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা, যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মজু, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি জেএসডির কেন্দ্রীয় নেতা তৌহিদ হোসেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাড. আকসিজুল ইসলাম রতন প্রমুখ নেতৃবৃন্দ দলমত নির্বিশেষে শরিক হন। এদিকে রিজিয়া খাতুনের মৃত্যুতে দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক সরদার আল আমিনসহ মাথাভাঙ্গা পরিবার শোক প্রকাশ করে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আগামী সোমবার বাদ আছর রেলপাড়াস্থ নিজবাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এ মিলাদ মাহফিলে সকলকে শরীক হওয়ার জন্য পরিবারের তরফে অনুরোধ জানানো হয়েছে।