মিনা-কেয়া বাড়ির কেয়ারটেকার গেটের ছাদ থেকে পড়ে মৃত্যু শয্যায়

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার হকপাড়ায় মিনা-কেয়া বাড়ির গেটের ছাদ থেকে পড়ে গুরুতর জখম হয়েছে ইলিয়াস হোসেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে গেটের ওপর থাকা ফুলের টবে পানি দিয়ে নামার সময় মই থেকে পা ফসকে আছড়ে পড়ে আহত হন তিনি। ইলিয়াস হোসেন দামুড়হুদা উপজেলার জুড়ানপুর মাঝেরপাড়ার মৃত হামিদ শেখের ছেলে। তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. কানিজ নাঈমা রোগীর শারীরিক অবস্থা দেখে প্রাথমিক চিকিৎসা দেয়ার পাশাপাশি দ্রুত ঢাকায় নেয়ার পরামর্শ দেন। গতকালই সন্ধ্যার পর ইলিয়াস হোসনকে ঢাকার উদ্দেশে নেয়া হয়েছে।
বাড়ির মালিকপক্ষের তরফে বলা হয়েছে, ইলিয়াস হোসেন যখন মিনা নামের বাড়ির গেটে ওঠে তখন সেখানে দুজনই ছিলো। নিচে মই ধরে থাকা ব্যক্তি অন্যদিকে যখন যায় তখনই ইলিয়াস হোসেন নামতে শুরু করে। অসতর্কতাবসত মই সরে গেলে উল্টে পড়ে তার মাথায় গুরুতর আঘাত হয়। ফলে তার অবস্থা আশঙ্কাজনক। ইলিয়াস হোসেন চুয়ডাঙ্গা ঈদগা রোডের হকপাড়াস্থ মিনা ও কেয়া নামের দুটি বাড়িতে দীর্ঘদিন ধরে কেয়ারটেকার হিসেবে কাজ করেন।