চুয়াডাঙ্গাসহ পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন বিদ্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠিত : হাটবোয়ালিয়ায় হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি
মাথাভাঙ্গা ডেস্ক: এসএসসি ও সমমান পরীক্ষা আসন্ন। এ উপলক্ষে বিভিন্ন স্কুল ও মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় দেয়া হয়েছে। এছাড়াও ৬ষ্ঠ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গার হাটবোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। প্রধান অতিথির বক্তব্যকালে হুইপ ছেলুন জোয়ার্দ্দার বলেন, লেখাপড়ার পাশাপাশি শরীর চর্চা অব্যাহত রাখতে হবে। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। তাই তোমাদের কঠোর মনোযোগী লেখাপড়া করতে হবে। শিক্ষাক্ষেত্রে এসএসসি পরীক্ষা প্রত্যেক শিক্ষার্থীর জীবনের প্রথম মাইলফলক। দীর্ঘ দশ বছরের শিক্ষাজীবনের মূল্যায়ন হয় এসএসসি পরীক্ষার মধ্য দিয়ে। তাই এই পরীক্ষা প্রত্যেক শিক্ষার্থীর জীবনের প্রথম ধাপের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় উচ্চশিক্ষার। তিনি আরও বলেন, তোমরা প্রকৃত মানুষ হিসেবে সমাজে নিজেদের প্রতিষ্ঠা করবে। নৈতিক গুণাবলী নিয়ে বড় হবে। আর তোমরা নিজের বিবেকের সাথে কথা বলবে। তা না হলে অন্ধকারে হারিয়ে যাবে। আর নিজেদেরকে ভালোবাসবে। বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ বছরের প্রথম দিনে বিনামূল্যে প্রতিটি শিক্ষার্থীকে বই দিচ্ছে। পর্যাপ্ত বৃত্তি প্রদানসহ উৎসাহব্যাঞ্জক বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে। এখন দরকার গুণগতমানের শিক্ষা। শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা ছেলে-মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন। একবিংশ শতাব্দি হবে অত্যন্ত প্রতিযোগিতামূলক। বর্তমান প্রজন্মকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে স্থানীয় এবং আর্ন্তজাতিক পর্যায়ে তারা যেকোনো প্রতিযোগিতায় নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে প্রমাণ করতে পারে। অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তান কি করছে, কার সাথে মিশছে, স্কুল-কলেজে গিয়েছে কি-না তা অভিভাবকদের জানতে হবে। সন্তানদের সাথে বন্ধুর মতো মিশতে হবে।
চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে নবীণদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবম শ্রেণির ২শ’ ৫০জন ও একাদশ শ্রেণির ১শ জন নবীণ শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ এবং ৩শ’ ২১জন পরীক্ষার্থীকে বিভিন্ন শিক্ষা উপকরণ দিয়ে বিদায় জানানো হয়। চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাসরেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অটোমোটিভ চীফ ইন্সষ্ট্র্যাক্টর আজিজুল হক, ওয়েল্ডিং চীফ ইন্সষ্ট্র্যাক্টর রওশন আলী বিশ্বাস, ইলেকট্রিক্যাল চীফ ইন্সষ্ট্র্যাক্টর প্রকৌঃ ইমরুল কাদির প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন রিজাউল করিম।
আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীণ শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বিদ্যালয় প্রাঙ্গাণে আলোচনাসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জিনারুল ইসলাম বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ইয়াকুব আলী মাস্টার। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি খুস্তার জামিল, তথ্য ও গবেষণা সম্পাদক ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান কাওসার আহমেদ বাবলু, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত লুৎফুল কবির, ভাংবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদ সদস্য আশাবুল হক ঠান্ডু, জেলা পরিষদ সদস্য কাজল রেখা, ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লা, আওয়ামীলীগ নেতা সাজিবুর রহমান, নুরুজ্জামান, আব্দুর রউফ সিলু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। সাবেক ক্রিড়া শিক্ষক বিশিষ্ট সাহিত্যিক আবুল কাশেম ও শিক্ষক ফজলুল হক শামীমের উপস্থাপনায় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজুল ইসলাম, মুক্তিযোদ্ধা শোয়েব আলী, আব্দুল কাদের, একরামুল হক বুড়ো, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল করিম, রুবাইদ বীন সুস্তি, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মুনছুর আলী, লাল মোহাম্মদ, শুকুর আলী, বিল্লাল হোসেন, জান্নাতুল ফেরদৌস, ওজিফা খাতুন, শিক্ষার্থী মিম্মা আক্তার প্রমুখ।
আসমানখালী প্রতিনিধি জানিয়েছেন, ভোগাইল বগাদি মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীকে বিদায় ও নবীণ বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাফিজুর রহমান মিয়া। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য সাজেদুল ইসলাম, মারফত আলী, আশরাফুল আলম, মিলন, মোকাদ্দেস, আরিফজ্জামান,হাসিবুল ইসলাম, ইদ্রিস আলী, আব্দুস সালামসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী ।
মুন্সিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয় চত্বরে আলোচনাসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য বিশিষ্ট হাটব্যবসায়ী আওয়ামী লীগ নেতা হাসানুজ্জামান হান্নান। বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ পশুহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনছার আলী, জাতীয় শ্রমিকলীগ নেতা ইসলাম উদ্দিন, স্থানীয় ইউপি মেম্বার মো. ওহিদ আলী, মশিউর রহমান বাবু, ইউপি মেম্বার আবদুল মজিদ, সাবেক মেম্বার হাশেম মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী ইদ্রিস আলী, বিশিষ্ট ঠিকাদার শামসুজ্জোহা হাসু, সার্জেন্ট (অব.) জহুরুল ইসলাম, যুবলীগ নেতা মো. আবুল কালাম, কৃষ্ণপুর জামে মসজিদের সভাপতি মিনারুল হক, বিশিষ্ট ব্যবসায়ী তুষার আহমেদ, সাংবাদিক অনিক সাইফুল, মতিয়ার রহমান, মহসীন আলী, শাকের আলী, তরিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে অভিভাবক সদস্য সিদ্দিক আলী ও নূর জাহান ইসলামসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ ৮৪ জন এসএসসি পরীক্ষার্থীর হাতে পরীক্ষার উপকরণ ও উপহার সামগ্রী তুলে দেন। দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক মোহা. আতিকুল হক বুলবুল। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ।
বেগমপুর প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ি ও গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুল আজম মিন্টু। বিশেষ অতিথি ছিলেন সহপ্রধান শিক্ষক আলী হোসেন, এসএসসি সদস্য শাহিন আহম্মেদ, মিলটন বিশ্বাস, নিয়ামত আলী। অপরদিকে, গিরিশনগর বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হায়দার বিডিয়ারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিক্ষক আফসার আলী, আজিজুল হক, রফিকুল ইসলাম, বাহুলুল ইসলাম, আবুতাহের, সদস্য শাহালম, মহিউদ্দীন প্রমুখ।
সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, বিশেষ অতিথি ছিলেন চক্ষু বিশেষজ্ঞ ডা. শফিউজ্জামান সুমন, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবার আলী, পরিচালনা কমিটির সদস্য আব্দুল মান্নান, জিল্লুর রহমান, শিউলী খাতুন, শিক্ষক প্রতিনিধি বিশ্বনাথ ঘোষ, রিনা পারভিন, সহকারি শিক্ষক মোতাহার হোসেন, শফিকুল ইসলাম রাজু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারি শিক্ষক শফিকুল ইসলাম শফি ও দোয়া পরিচালনা করেন ধর্ম শিক্ষক আব্দুর জব্বার।
বদরগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, চুুয়াডাঙ্গা সদরের আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ ও এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজি মো. আব্দুল মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আ.লীগের সদস্য সাবেক চেয়ারম্যান হাজি শাখাওয়াত হোসেন টাইগার। বিশেষ অতিথি ছিলেন কুতুবপুর ইউপি সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ, সহকারি প্রধান শিক্ষক জাকিরুল ইসলাম, দাতা সদস্য এএনএম আশিক মিয়া, হাতেম আলী ম-ল প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন ধর্মী শিক্ষক সামসুল হোসেন। বিদায়ী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আমেনা খাতুন, মানপত্র পাঠ করে বিদায়ী শিক্ষার্থী ফারুক হোসন ও জান্নাতুল ফেরদৌস রিচি খাতুন। অনুষ্ঠানটি পরিচালনা করে সহকারি শিক্ষক সাইফুর রহমান স্বপন।
অপরদিকে, চুুয়াডাঙ্গার বদরগঞ্জ বাকিবিল্লাহ কামিল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে মাদরাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাও. মো. আব্দুল জলিল হাওলাদার। প্রধান অতিথি ছিলেন মাদরাসা গভনিং বডি (ভারপ্রাপ্ত) সভাপতি আলহাজ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন মাদরাসার বিদ্যোৎসাহী সদস্য সাবেক চেয়ারম্যান হাজি শাখাওয়াত হোসেন টাইগার, কুতুবপুর ইউপি সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আলোচক বক্তব্য রাখেন মাদরাসার শিক্ষার্থী আমিরুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদরাসার শিক্ষার্থী হুমায়ন কবীর ও এসএম খালিদ হুসাইন।
ভালাইপুর প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় ও নবীণবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গার গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে বিদায় ও নবীণবরণ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিৎলা ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য ফরিদ হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য জহুরুল ইসলাম। দশম শ্রেণির ছাত্র সোহানের কোরআন-তেলাওয়াতের পর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইস্পিয়ারা খাতুন, আব্দুল কুদ্দুস, আশরাফ আলী, নাসির হোসেন, বেলাল হোসেন, হামিদুল হক, গোকুলখালী ক্যাম্পের টুএসআই কামরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ১৪০ জনকে বিদায় দেয়া ও নতুন ভর্তি হওয়া ২৭০ জন ছাত্র-ছাত্রীকে বরণ করা হয়। সার্বিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক শফিউদ্দিন টিটু।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের বরণ এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে বিদ্যালয় চত্ত্বরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী, পাটাচোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য লাল মোহাম্মদ, ইকবাল হোসেন, নজরুল ইসলাম, আবু তাহের, ডা. নুরুল ইসলাম, রবিউল ইসলাম, ইছাহক আলী, হুরমত আলী, কোরবান মল্লিক, শিক্ষক আব্দুল আলিম, শরীফ উদ্দীন, মনিরুল ইসলাম, সেলিম উদ্দীন, মনিরা খাতুন, ফারজানা খাতুন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক জাফর আলী।
কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ও কুড়–লগাছি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নবীণ বরণ ও বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে একই সময়ে এ সকল শিক্ষা প্রতিষ্ঠানে নবীণদের বরণ ও এসএসসি এবং দাখিল পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হয়েছে। যেসকল শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠান হয়েছে সেসকল প্রতিষ্ঠানগুলো হলো কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, কার্পাসডাঙ্গা বালিকা হাদিকাতুল উলুম দাখিল মাদরাসা, কুড়–লগাছি মাধ্যমিক বিদ্যালয়, কুড়–লগাছি বালিকা মাদরাসা, বুইচিতলা বড়বলদিয়া দাখিল মাদরাসা। অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি, প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্ধসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবীনদের বরণ ও এসএসসি এবং দাখিল পরিক্ষার্থীদের বিদায় দেয়া হয়।
আমঝুপি প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের রাজনগর দাখিল মাদরাসায় বরণও দাখিল পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আরমান আলী। স্বাগত্ব বক্তব্য রাখেন মাদরাসা সুপার মাও. লোকমান হুসাইন। বক্তব্য রাখেন সাংবাদিক সাদ আহাম্মদ, শিক্ষকদের মধ্যে বক্তৃতা করেন রাশিদুল ইসলাম, মাও. রমজান আলী ও শরিফুল ইসলাম। নবীণছাত্র-ছাত্রীদের ফুলের পাপড়ি দিয়ে বরণ ও বিদায়ীছাত্র-ছাত্রীদের মাদরাসার পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহ-সুপার মাও. বেলাল হুসাইন।
এদিকে মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০টার দিকে বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল মালেক। নবীণ বরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মাহাবুবুর রহমান।