মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে প্রাণীসম্পদ সপ্তাহ পালন উপলক্ষে মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের দুধ ও ডিম খাওয়ানো হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টার দিকে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আজিজ আল মামুন উপস্থিত থেকে শিশুদের ডিম ও দুধ খাওয়ান। এ সময় জেলা কৃষি সম্প্রসারণের প্রশিক্ষক স্বপন কুমার খাঁ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নুরে আলম, হিসাব রক্ষক সামসুজ্জামান, কম্পিউটার অপারেটর মঞ্জুরুল আলম, আক্তারুজ্জামানসহ বিদ্যালয়ের শিক্ষকরা সেখানে উপস্থিত ছিলেন।