বিভেদ ভুলে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

জীবননগর পেয়ারাতলায় কর্মীসমাবেশে বিএনপি নেতা মাহমুদ হাসান খান বাবু

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি চুয়াডাঙ্গা জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু গতকাল বুধবার জীবননগর উপজেলার পেয়ারাতলায় আয়োজিত বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, দলের মধ্যে থাকা বিভেদকে কাজে লাগিয়ে মনোহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে কৌশলে বিএনপির প্রার্থীর বিজয়কে ছিনিয়ে নেয়া হয়েছে। আমাদের শিক্ষা হয়েছে। এভাবে বিজয় আর ছিনিয়ে নিতে দেয়া হবে না। তিনি সকল ভেদাভেদ ভুলে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। কর্মীসভায় আওয়ামী লীগ ও জামায়াত থেকে বেশ কয়েকজন নেতাকর্মী বাবু খানের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন।
মনোহরপুর ইউনিয়ন বিএনপি নেতা কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির উপকোষাধ্যক্ষ ও বিজিএমই নেতা মাহমুদ হাসান খান বাবু বলেন, বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে। দলের সভানেত্রী বেগম খালেদা জিয়াকে একের পর এক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তাকে জেলে নেয়ার পাঁয়তারা করছে আওয়ামী লীগ সরকার। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এর ফল ভালো হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি এর দাঁত ভাঙা জবাব দেবে। কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, উথলী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদ, যুবদল নেতা সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীন ময়েন, উথলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, বাঁকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী আবুল কাশেম। এছাড়াও বক্তব্য রাখেন মনোহরপুর ইউপির নবনির্বাচিত সদস্য ঈদবারী, ইউপি সদস্য জাহিদুল আলম টিপু, বিএনপি নেতা শফিকুল ইসলাম, মহিলা নেত্রী জালিমা খাতুন, পেয়ারা বেগম, ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল সর্দার, শরিফুল ইসলাম ও আব্দুল হান্নান প্রমুখ। যুবদল নেতা সাইফুল ইসলামের সঞ্চালনায় কর্মীসভায় এছাড়াও সদ্য যোগদানকারীদের মধ্যে আব্দুর রশিদ, যুবদল নেতা নিজাম উদ্দীন ছাত্রদল নেতা সুজন, রব্বানী, জহিরুল হক বক্তব্য রাখেন। কর্মীসভায় সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রশিদ, সাবেক ছাত্রদল নেতা আরিফ জাহাঙ্গীর রাজা, উজ্জ্বল হোসেন, জেলা বিএনপি নেতা ইছামুল, ইসলাম, যুবদল নেতা সাইফুল, আজমত, ইক্তা, আতি, ইউনুচ, সরোয়ার, মিঠু, সলেমান, রফিক, ছাত্রদল নেতা আনোয়ার হোসেন আনার, আল ইমরান, রিপন, মামুন, পারভেজ, লাল মিয়া, সুমন, রাসেল, সাইদুর, মোমিন, শাহিন, নাজমুল, ইমু, সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মীসভা শেষে প্রধান অতিথি শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও অনুদান প্রদান করেন।