চুয়াডাঙ্গার তিতুদহে বিদেশে যাওয়া টাকা নিয়ে সালিস
বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার তিতুদহ গ্রামে বিদেশে যাওয়া টাকা নিয়ে সালিস বৈঠকে মারামারি ঘটনা ঘটেছে। সালিসে মুক্তার ও লানচু পক্ষের মধ্যে বাগবিত-ার একপর্যায়ে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের নারীসহ ১০জন আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে নেয়া হয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। আহতদের মধ্যে আকতারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার পর থেকে উভয় পক্ষের মধ্যে বিরাজ করছে চাপা উত্তেজনা।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের তিতুদহ গ্রামের দক্ষিণপাড়ার খলিলের ছেলে আব্দুস ছালাম মালয়েশিয়াতে যাওয়ার জন্য গত দু’বছর আগে ৩ লাখ টাকা দেন একই পাড়ার রজব আলীর ছেলে জাহাঙ্গীরের নিকট। জাহাঙ্গীর মালয়েশিয়াতে নেয়ার কথা বলে আজ কাল ঘুরাতে থাকে। একপর্যায়ে গত ৮ মাস আগে ছালাম তার টাকা ফেরত পাওয়ার আশায় গ্রামে বসায় সালিস বৈঠক। সেখানে জাহাঙ্গীর ৬ মাসের মধ্যে টাকা ফেরত দেবে বলে জানান। জাহাঙ্গীরের নেয়া সময় পার হয়ে যায়। পুনরায় টাকা ফেরতের ব্যাপারে গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে লানচুর আড়তের সামনে কয়েকজনকে নিয়ে সালিস বৈঠক ব লিয়াকত হোসেন বলেন, আহতরে চিকিৎসা নিতে হাসপাতালে গেছে। তবে এ ঘটনায় কোন পক্ষ মামলা করেছে কি সে। সালিসের মাঝ পথে মালয়েশিয়ায় অবস্থানকারী জাহাঙ্গীরের মোবাইলে কল করে লানচু। তখন জাহাঙ্গীর জানান, ছালামকে মালয়েশিয়ায় আনতে আরও ৬০ হাজার টাকা লাগবে। পুনরায় টাকা লাগার কথাশুনে মুক্তার এবং লানচুর মধ্যে বাগবিত-া বেঁধে যায়। একপর্যায়ে লানচু তার আড়ত থেকে দা বের করে আনলে উত্তেজনা বেড়ে যায় এবং মারামারির ঘটনা ঘটে। একে অপরের লাঁঠিসোটার আঘাতে আহত হয় আব্দুর রহমানের ছেলে লানচু ওরফে নুরমোহাম্মদ, তার ভাই হাবিবুর রহমান, রফিকুল ইসলাম ওরফে রাজন ও মা নুরজাহান বেগম। অপরদিকে মুক্তার আলীর পক্ষের আমছার আলীর ছেলে মুক্তার আলী, আক্তার আলী, রজব আলীর স্ত্রী জাহানারা বেগম, নায়েব আলীর স্ত্রী হোসনেয়ারা, মুনছুর আলীর স্ত্রী লালবান। পথিমধ্যে ডিঙ্গেদহ বাজার এলাকায় পুনরায় মারামারির ঘটনা ঘটলে সেখানে মুক্তারদের বহনকারী আলমসাধু চালক কুটি মল্লিকের ছেলে আব্দুস ছাত্তার আহত হয়। আহতদের উদ্ধার করে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। আহতদের মধ্যে আকতারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তিতুদহ ক্যাম্প পুলিশ। ঘটনার পর থেকে উভয়পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।