জীবননগরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে নজরুল মল্লিক
জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বিভিন্ন গ্রামে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বিগত দিনে ৩ দফা ক্ষমতায় দেশে অভাবনীয় উন্নয়ন করেছে। সারাদেশ এখন উন্নয়নের জোয়ারে ভাসছে। কিন্তু আমাদের চুয়াডাঙ্গা-২ আসন এলাকায় সরকারি বরাদ্দ অনুযায়ী উন্নয়ন হয়নি। যে কারণে এ অঞ্চলের বিরোধী শক্তি আওয়ামী লীগের উন্নয়ন নিয়ে প্রশ্ন তোলার সাহস পাচ্ছেন। স্থানীয় সংসদ এলাকার উন্নয়নের চেয়ে নিজের ও আত্মীয়-স্বজন এবং তার অনুসারী গুটিকয়েক নেতার ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছেন। তিনি মনোনয়ন পেলে চুয়াডাঙ্গা-২ আসনকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবেন বলে আশা প্রকাশ করেন। আওয়ামী লীগ নেতা নজরুল মল্লিক গতকাল বুধবার শীতবস্ত্র বিতরণকালে উপরোক্ত কথা বলেন।
গতকাল বুধবার সকাল থেকে দিনভর উপজেলা শহর ছাড়াও ধোপাখালী, উথলী ও মনোহরপুর এলাকার হতদরিদ্র, দুস্থ মানুষের মধ্যে নজরুল মল্লিক শীতবস্ত্র বিতরণকালে তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান মাস্টার, হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক মাস্টার, বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, মিজানুর রহমান নেনু, আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মীর মকলেছুর রহমান টজো, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রাজা মিয়া, শহিদুল ইসলাম মেম্বার, আসাদুল হক, রহুল আমিন রনু, পৌর আওয়ামী লীগের ওয়ার্ড নেতা আমির হোসেন বুড়ো, আব্বাস বিডিআর, যুবলীগ নেতা কাজি সামসুর রহমান চঞ্চল, কেডিকে ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য ছবদুল হোসেন, রাশেদীন, ইঞ্জিনিয়ার বাবু দেওয়ান, বখতিয়ার রহমান, প্রজন্মলীগ নেতা আমিনুর রহমান, বিল্লাল হোসেন, মুন্সী মিলন মিয়া, নারী নেত্রী জেসমিন খাতুন, পাপিয়া খাতুন, ময়না খাতুন প্রমুখ।