চুয়াডাঙ্গার নবীননগরের দৃষ্টি প্রতিবন্ধী কিশোর ৪ দিন ধরে নিখোঁজ

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সরোজগঞ্জ নবীননগরের সিদ্দিকুর রহমানের ছেলে দৃষ্টি প্রতিবন্ধী শরিফুল ইসলাম (১৪) গত ৪দিন ধরে নিখোঁজ। শরিফুল গত ২১ জানুয়ারি বাড়ি থেকে সরোজগঞ্জ বাজারে মা রেহেনা খাতুন ও নানী ছামেনা খাতুন যে বাড়িতে ঝিয়ের কাজ করে সেই বাড়িতে যাবার নাম করে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। নিকট আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজখবর নিয়ে তার সন্ধান না পেয়ে পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়েছেন।