আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গা আসমানখালী মাধ্যমিক বিদ্যালয়ে মরহুম স্কুল ছাত্র মিরাজুলের বাসভবন পরিদর্শন করেন হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে গাংনী ইউনিয়নের আসমানখালী বন্দরভিটা গ্রামে মরহুম স্কুল ছাত্রের নিজ বাসভবনে উপস্থিত হয়ে মিরাজুলের পরিবারকে আর্থিক সহযোগিতা করেন এবং সমবেদনা জানান। পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, আসমানখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুর রহিম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জার, হাফিজুর রহমান লাভলু, এমদাদুল হক ওদুদ, বজলুর রহমান, নাসির উদ্দীন, কালাম হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গতপরশু মঙ্গলবার আসমানখালী বন্দরভিটা গ্রামের হাতেম আলীর ছেলে ৭ম শ্রেণির ছাত্র মিরাজুল আসমানখালী মাধ্যমিক বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে মারা যায়।