আসমানখালী প্রতিনিধি: বিদ্যালয় চলাকালে বিদ্যালয়েরই ছাদে ওঠে এভবন থেকে ওভবনে লাফিয়ে যাওয়ার সময় আছড়ে পড়ে প্রাণ হারিয়েছে ৭ম শ্রেণির ছাত্র মিরাজুল ইসলাম। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা আলমডাঙ্গার আসমানখালী মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের অ্যাসেম্বিলি শেষে ছাত্র কেন বিদ্যালয়ের ছাদে উঠেছিলো তা অবশ্য নিশ্চিত করে জানা সম্ভব হয়নি। নিহত ছাত্র মিরাজুল ইসলাম আমডাঙ্গার গাংনী ইউনিয়নের বন্দরভিটা পশ্চিমপাড়ার হাতেম আলীর ছোট ছেলে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে বিদ্যালয়ের কয়েক ছাত্র বলেছে, সকালে স্কুলে অ্যাসেম্বিলি হয়। বিদ্যালয়ের একাডেমি ভবনের ৭ ফুট দূরেই বিদ্যালয়ের অফিসভবন। বিদ্যালয়ের ছাদে ওঠে পাশের অফিস ভবনে লাফ দিয়ে যাওয়ার সময় আছড়ে পড়ে মিরাজুল। সহপাঠীসহ শিক্ষকদের অনেকেই ছুটে আসে। উদ্ধার করে তাকে প্রথমে নেয়া হয় স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের নিকট। তিনি দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. শামীম কবির প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত রাজশাহী মেডিকেলে নেয়ার পরামর্শ দেন। নেয়া হয় কুষ্টিয়ায়। বিকেলে মারা যায় মিরাজুল। এ খবর সহপাঠীদের মধ্যে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। গ্রামে নিকটজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে। অনেকেই প্রশ্ন তোলেন, বিদ্যালয় চলাকালে বিদ্যালয়েরই ছাদে ৭ম শ্রেণির ছাত্র মিরাজুল উঠলো কীভাবে?
গতরাত ১১টার দিকে নিজ গ্রামের কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। মিরাজুল ইসলাম ছিলো হাতেম আলীর দু’ছেলের মধ্যে ছোট।