কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর উপজেলার বলাবাড়িয়া গ্রামের একটি পরিত্যক্ত ইটভাটায় মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে জামায়াতের দুই নেতাকে ৭টি হাতবোমাসহ আটক করেছে। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বলাবাড়িয়া গ্রামে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা গোপন বৈঠক করছে সংবাদ পেয়ে রাত ৯টার দিকে পুলিশ সেখানে অভিযান চালান। পুলিশ গ্রামের সাইনবোর্ড বাজারের কাছে হু-ি কাজলের ইটভাটায় হানা দিয়ে জামায়াতের নেতা বলাবাড়িয়া গ্রামের মৃত এলাহী ম-লের পুত্র শামছুল ইসলাম মাস্টার ও একই গ্রামের মৃত ইউনুচ বিশ্বাসের ছেলে আশাদুল বিশ্বাসকে ৭টি হাতবোমাসহ আটক করে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত জামায়াতের দু নেতার বিরুদ্ধে থানায় অস্ত্র ও বিস্ফোরক মামলাসহ একাধিক মামলা রয়েছে।